আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করায় কনের বাবাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে নরসিংহা গ্রামের আবুল কালাম ফকিরের কিশোরী কন্যার (১৬) সাথে একই ইউনিয়নের গাজিরপাড় গ্রামের মাদরাসা শিক্ষক রবিউল ইসলামের বিয়ের আয়োজন চলছিলো।

বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী থানা পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। এসময় বিয়ের রেজিষ্ট্রার (কাজী) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বিয়ে বন্ধ করে কনের বাবা আবুল কালামকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ১৯, ২০২১)