লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ার সরকারী আদর্শ কলেজে প্রথম বর্ষের দু’জন শিক্ষার্থীর মধ্যে শ্রেণি কক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে একজন বহিরাগত সন্ত্রাসী আহত হয়েছে। তাকে লোহাগড়া হাসপতালে ভর্তি করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ এড়াতে ২ দিন কলেজ বন্ধ ঘোষণা করেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র সরকারী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে গত মঙ্গলবার সকালে প্রথম বর্ষের দু’জন শিক্ষার্থীর মধ্যে শ্রেণি কক্ষে বসাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এরপর সৃষ্ট ঘটনার জের ধরে ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের হাতে কলেজ গেটের সামনে উপজেলার শালনগর এলাকার অনিক (২৪) নামে একজন বহিরাগত সন্ত্রাসী মারপিটের শিকার হয়।

এর জের ধরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বহিরাগত সন্ত্রাসী অনিক সমর্থিত একদল সন্ত্রাসী লাঠিসোটা, রামদা নিয়ে কলেজে প্রবেশ করার চেষ্টা করলে সাধারণ ছাত্ররা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ভয়ে কলেজ শিক্ষার্থীরা দিক-বিদ্বিক ছোটাছুটি করে। খবর পেয়ে লোহাগড়া থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরই শিক্ষার্থীরা আতংকে কলেজ ত্যাগ করে।

ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান ফকির জানান, বহিরাগত সন্ত্রাসীদের সাধারণ ছাত্ররা মিলে প্রতিরোধ গড়ে তুলেছে। লোহাগড়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান দেওয়ান জানান, বুধবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ এক জরুরী সভার আহবান করেন এবং সভায় সংঘর্ষ এড়াতে ২ দিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)