উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোবারক (২০) নামে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় ৪জন রক্তাক্ত জখম হয়েছে। গতকাল ১৯ মার্চ শুক্রবার রাতে বাংলা বাজার সংলগ্ন হাইমচর ভিঙ্গুলিয়া গ্রামের খান বাড়ি এলাকায় এই সহিংস ঘটনা ঘটে।

নিহত মোবারকের গলায় এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। আহতরা হলেন একই এলাকার মহিন (১৮), রাজু আহমেদ (২৫), মঈন (২১) ও হামিদ (২০)। তাদেরকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল জানান, নিহত মোবারকের গলায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা মৃত অবস্থায় তাকে পাই। আহত অপর চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে আহতদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

নিহত মোবারকের বাবার নাম হাসপাতালে আসা লোকজনের কেউ জানাতে পারেনি। কী নিয়ে এই সহিংস ঘটনা ঘটলো তার সঠিক তথ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। তবে ওই গ্রামের একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই বাড়ির যুবকদের সাথে কথা কাটাকাটির জের ধরে এ সহিংস ঘটনা ঘটেছে বলে এলাকা সূত্রে জানা যায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকরা জানায়, ভিঙ্গুলিয়া খান বাড়ির রাজন ও মোহন খান তাদেরকে ছুরিকাঘাত করে।

(ইউ/এসপি/মার্চ ২০, ২০২১)