মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সিংহ ভাগ নির্মাণ কাজ হলেও ৫ বছরেও শেষ হয়নি। এতে প্রতি বছরেই এ অঞ্চলে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।

সরকার এই অবহেলিত অঞ্চলের লোকজনের ক্ষয়ক্ষতি নিরসন কল্পে ২০০৮/০৯ অর্থ বছরে মদন ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু করেন। ঢাকার মেসার্স আরিফ এন্টারপ্রাইজ এ প্রকল্পের কার্যাদেশ পান।

উক্ত তারিখ থেকে ৩শ ৩০ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ থাকলেও ৭০ ভাগ কাজ করেই হঠাৎ টিকাদার উধাও হয়ে যায়। এতে অনিশ্চিত হয়ে পড়ে ফায়ার সার্ভিস স্টেশনের কাজ। দীর্ঘ দিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় নির্মিত ভবনে আগাচা জন্মে শেওলা পড়ে বিনষ্ট হচ্ছে।

পরিত্যক্ত এই ভবনটি বর্তমানে এলাকার উটতি বয়সের ছেলেদের মাদক সেবনের আস্তানা হিসাবে ব্যবহৃত হচ্ছে। অতিরিক্ত অর্থ বরাদ্ধ না থাকায় কাজ বন্ধ রয়েছে বলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হক জানান। তিনি আরও বলেন অতিরিক্ত বরাদ্দ পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদা পত্র প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই পুনরায় কাজ শুরু করা হবে।

(এএমএ/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)