আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “স্বাস্থ্যবিধি মেনে চলি-করোনা প্রতিরোধ করি, মাক্স পরার অভ্যাস করি-কোভিড মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কর্মসূচী পালনের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, মাক্স বিতরণসহ বিভিন্ন যান-বাহনে জনসচেতনামূলক স্টিকার লাগানো হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধণ করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপরেশন) এনামুল হক।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম পিপিএম এর সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন।

পরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে পথচারীদের মাঝে মাক্স বিতরন করাসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। শেষে পুলিশ সদস্যদের নিয়ে নগরীতে র‌্যালি বের করা হয়।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০২১)