হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার মীর্জাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার মীর্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই গ্রামের হাজী হুগুল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ রয়েছে। এর জের হিসেবে বুধবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ও ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


(পিডিএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)