নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্ব আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ৯ টায় উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি আশেক এলাহী মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি সেলুনে বসে রাজনৈতিক আলাপ করছিলেন।

এসময় এলাকার চিহ্নিত ১৫/২০ জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই সেলুন থেকে আশেক এলাহীকে উঠিয়ে নিয়ে গিয়ে শত শত লোকজনের সামনে বেধরক ভাবে মারপিটে গুরুত্ব জখম করে। এসময় ওই সব চিহ্নিত যুবকরা গুরুতর আহত আশেক এলাহীকে একটি রিক্সা ভ্যানে তুলে নিয়ে স্থানীয় মাতাজী রোডের একটি মোবাইল কোম্পানির টাওয়ারের কাছে নিয়ে যায়।

খবর পেয়ে থানার এসআই সাজেদুর রহমান সেখান থেকে আশেক এলাহীকে তাদের কাছ থেকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় এব্যাপারে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার্স ইনজার্চ এএইচ এনায়েত উদ্দীন জানান, ওই ঘটনায় জড়িত রাসেল, রাজু, হাবিব, জাহেদুল, কাওছার ও দুখু সহ ১০জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(বিএম/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)