উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে ছিলো। বর্তমান দ্বিতীয় ধাপ মোকাবেলায় আবারও আমরা জনগণের পাশে আছি এবং থাকবো। প্রথম ধাপে করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো ও মৃতদের দাফন কাজেও বাংলাদেশ পুলিশ পাশে ছিলো।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি মহোদয় দেশব্যাপী পুলিশের যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচির অন্যতম হচ্ছে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে মাস্ক বিতরণ। আমাদের এ প্রক্রিয়ার সাথে আপনারা সকলে সম্পৃক্ত থাকবেন, সহযোগিতার হাত বাড়াবেন এবং করোনা মোকাবেলায় সচেতন থাকবেন। নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, দেশকে করোনা মুক্ত রাখবেন। আসুন আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুরে করোনা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি।

পুলিশ সুপার কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
২১ মার্চ বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্ত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনসাধারণকে সচেতন করার জন্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন, কমিউনিটি পুলিশিং অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, অঞ্চল-৪-এর সভাপতি আলহাজ্ব মোঃ কাজী হুমায়ুন কবির ও বিশিষ্ট আবৃত্তিকার শামীম আহমেদ।

পুলিশ সুপার বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হওয়ার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি করেন।

(ইউ/এসপি/মার্চ ২২, ২০২১)