স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেনের পরিমাণ কমে গেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, গোল্ডেন সন, বিডি বিল্ডিং, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল ও গ্রামীণফোন।

লেনদেন হয় মোট ৫৭৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ৪১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(ওএস/এটআর/আগস্ট ২৭, ২০১৪)