চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলায় বুধবার সকালে মোটর সাইকেল চোর সন্দেহে তারেক (২০) নামের এক পাগলকে গণপিটুনী দিয়েছে প্রকৌশলীসহ স্থানীয়রা।

তারেক উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে গত ১০ আগষ্ট পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি এসেছে বলে ছাড়পত্রে উল্লেখ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিয়ে দোলবেদীতলায় বরেন্দ্র প্রকল্পের উচ্চতর উপ-সহকারী পরিচালক পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার জয়নাল আবেদীনের ছেলে ইমদাদুল হক তার ব্যবহৃত (হিরো-স্পিন্ডার ১০০ সিসি) মোটর সাইকেলটি রেখে প্রয়োজনীয় কাজ করতে যায়। পাগল তারেক লক (তালা) দেয়া মোটর সাইকেলটি ঢেলে সামনে নেবার চেষ্টা করার সময় ইমদাদুল ধরে মারপিট শুরু করেন। এসময় অন্যান্যরা এগিয়ে এসে চোর সন্দেহে মানসিক রোগী তারেককে গণপিটুনী দিয়ে আহত করে।

খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারেকের স্বজনরা মানসিক রোগীর কাগজপত্র দেখিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।


ওসি সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে বলেন, সে মানসিক রোগী। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি বাড়ি এসেছে। প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিয়েছে।

এসএইচএম/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)