উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার লুধুয়া গ্রামের কৃষকের গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। 

জানা যায়, সোমবার ২২ মার্চ গভীর রাতে ফতেপুর পশ্চিম ইউনিয়নের কৃষক লতিফ বেপারীর বাড়ির গোয়ালঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক লতিফ বেপারীর ছেলে আমির হোসেন বলেন, প্রতিদিনের মতো মশা থেকে গরুকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়েছিলাম, ৫টি গরু রশি দিয়ে বেঁধে ঘুমাতে যাই। রাত আনুমানিক ১২টার কিছু সময় পর গোয়ালে আগুনের লেলিহান শিখা দেখে আমাদের ঘুম ভাঙ্গে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় আমাদের একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায় ও গোয়ালে বাঁধা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। অপর গরুটির অবস্থাও আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুন লেগেছে।

(ইউ/এসপি/মার্চ ২৩, ২০২১)