বরিশাল প্রতিনিধি : জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী গর্ভে বিলিন হওয়া পরিবারের পূনর্বাসন ও ভাঙন রোধের দাবীতে মানববন্ধন করেছেন সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়ালবাড়ি, বাশার, খোদাবকশা ও খেজুরবাড়ি গ্রামের ভাঙনকবলিতরা।

বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানবন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়েছে।

সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর সভাপতিত্বে বক্তারা বলেন,দশকের পর দশক ধরে প্রমত্তা সন্ধ্যা নদী ভেঙ্গেই চলছ্ েপ্রতিবছর গৃহহারা মানুষর সংখ্যা বড়তে। কিন্তু কর্তপক্ষ ভাঙ্গন রোধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। কোন সহায়তা পায়নি জমি এবং গৃহহারা মানুষরা। এসময় বক্তারা ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন ও কর্মসংস্থানের দাবী করেন।
এখানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ ছালাম, ব্যাবসায়ী আঃ ছত্তার তালুকদার, প্রধান শিক্ষক নুরজাহান বেগম, আলমগীর হোসেন, ইউপি সদস্য নাছির বিশ্বাস, আঃ জলিলসহ অন্যরা।

(বিএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)