নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে বিরল প্রজাতির নীল রঙের গলদা চিংড়ি পাওয়া গেছে। তবে এটি না খেয়ে রাজ্যের কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এটি অ্যাকুরিয়ামে রাখার ব্যবস্থা করেছে।

গত শনিবার সকালে জে লাপ্লেন্ট তার মেয়ে মেঘানকে (১৪) সাথে নিয়ে গলদা চিংড়ি ধরার ফাঁদ পেতেছিলেন। এ সময় মাছটি ধরা পড়ে। এটির ওজন ৯০০ গ্রাম। মেঘান মাছটি না খেয়ে রাজ্য কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

এটি যে অ্যাকুরিয়ামে রাখা হয়েছে সেখানে আরও তিনটি নীল এবং একটি কমলা রঙের গলদা চিংড়ি রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি সবাই দেখতে পারবে।

গলদা চিংড়ি সাধারণত ধূসর, কমলা অথবা গাঢ় সবুজ রঙের হয়। প্রতি দুই বিলিয়ন গলদা চিংড়ির মধ্যে একটি নীল রঙের গলদা চিংড়ি পাওয়া যায়।

জুন মাসে এক জেলে যুক্তরাজ্যের ওয়েলস থেকে একটি নীল রঙের গলদা চিংড়ি ধরেছিলেন। ২০১২ সালে কানাডার নোভা স্কোটিয়া উপকূলে এ প্রজাতির একটি চিংড়ি পাওয়া যায়।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)