স্টাফ রিপোর্টার : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে।

সেইসঙ্গে লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি। পাশাপাশি দুই বাজারেই লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। ফলে লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৯ পয়েন্ট পড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা ২ মিনিট) লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টে কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৮টির। আর ৯৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২৯ কোটি ১৭ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২১)