কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে কুমারখালীর বাটিকামারা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অখিল পোদ্দার সাংবাদিকদের জানান, তিনি ও মোহনা টেলিভিশনের খোকসা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহর থেকে খোকসার নিজ বাড়িতে ফিরছিলেন।বাটিকামারা রেলগেট নামক স্থানে পৌঁছালে সেখানে টহলরত কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)আবুল কালাম আজাদ তাদের থামান।এ সময় অখিল পোদ্দার সাংবাদিক পরিচয় দিলে কোনো কারণ ছাড়াই ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিকেদের জাত তুলে গালিগালাজ করতে থাকেন।

অখিল পোদ্দার প্রতিবাদ করলে পুলিশ সদস্য আজাদসহ অন্য পুলিশ সদস্যরা তাদের বেধড়ক পেটাতে থাকে। ঘটনা জানানোর জন্য অখিল পোদ্দার মোবাইল বের করলে পুলিশ তা ভেঙে ফেলে। পরে স্থানীয়রা উপস্থিত হলে পুলিশ সদস্য আজাদ তাদের সাদা কাগজে স্বাক্ষর করায় ও তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দেয়ার কথা বলে হাতকড়া পরিয়ে তাকে ও মনিরুল ইসলামকে থানায় নেয়।

অখিল পোদ্দার আটকের খবর পেয়ে কুষ্টিয়া ও কুমারখালীর সাংবাদিকরা থানায় উপস্থিত হলে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদিকে ওই পুলিশ সদস্যর শাস্তির দাবি করে সাংবাদিকরা থানা ঘেরাও করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান,ব্যাপারটি নিয়ে আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)