আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রতিদিন নতুন রোগী ভর্তির পাশাপাশি অন্তত ২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। 

হাসপাতালের ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, গত এক সপ্তাহ যাবত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বছরের অমবিকা বিশ্বাস, ৬মাসের প্রিয়ংশি বৈদ্য, ৩মাসের মইন, জয় গোপাল, ৯ মাসের সাফিরন, ১২বছরের মেঘ সিকদার, রাই শিকদার, ১৭ মাসের আলহাজ, ১৮ মাসের সাবিয়া, ১ বছরের জোনায়েত, ফালগুনী বালা, ২৫বছরের জেসমিন আক্তার, ১বছরের নুহান, ৮ মাসের সোহান, ৬০বছরের জিন্নাতয়ারা, ১৪ মাসের আমিনা, ১৯ মাসের প্রিংকর রায়, ৬৫ বছরের নুর মোহাম্মদ, শাহ আলম সরদার, ১১ মাসের ইউসুফ মোল্লা, ১৩ মাসের তাওহীদ, ১৬ মাসের অপূর্ব তালুকদার, ৭০ বছরের সাহেব আলী, ৬ মাসের সকাল দাস, ৫ মাসের আরাফাত সরদার, ২৪বছরের লাইজু আক্তার, ২০ দিনের আবির, ১০ মাসের রিয়া বৈরাগী, ৩ মাসের বৈশাখী বনিক, ৮ বছরের সামিয়া।

ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। হাসপাতালে পর্যাপ্ত পরিমান অষুধ রয়েছে। রোগীদের কোন সমস্যা হবে না জানিয়ে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২১)