মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রাণঘাতী করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রেসক্লাবের সামনে মাস্ক বিতরণ করেন।

পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের চৌমহনা, পশ্চিমবাজার, বেরিরপাড়, সমশেরনগর সড়ক, কুসুমবাগ, এম.সাইফুর রহমান সড়ক, সদর উপজেলার সামন, চাঁদনীঘাট, কলেজ গেইট,আদালত এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাস্ক বিতরণ করেন ও মাস্ক পরায় সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও বিভিন্ন মার্কেট ও শপিংমলে ব্যবসায়ীদের সতর্কীকরণ কার্যক্রম পরিচালনা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনানুযায়ী মাস্ক ব্যবহারের উপর ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে।

মাস্ক বিতরণের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মাস্ক ব্যবহার সুনিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাইকে শারীরিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সদর উপজেলার কোর্ট রোড, শ্রীমঙ্গল রোড,পুলিশ লাইনের সামন, মোকামবাজারসহ বিভিন্ন জায়গায় পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়। জেলা সিভিল সার্জন সুত্রে জানা যায় গেল ৬ দিনের ব্যবধানে মৌলভীবাজার জেলায় ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ও একজন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৯৪। সুস্থ রোগীর সংখ্যা ১৯১২ এবং মৃতের সংখ্যা ২৩।

(একে/এসপি/মার্চ ২৫, ২০২১)