বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের কক্ষে ভাংচুর এবং কর্মচারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ শিক্ষার্থী জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার তাদের অন্তবর্তকালীন জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী জামিন প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ৩য় বর্ষের আকিব জাবেদ খান, আল মামুন, তানভির হোসেন তুহিন, ম্যানেজমেন্ট ৩য় বর্ষ রেজা শরিফ, এনামুল হক মনি, সমাজবিজ্ঞান ৩য় বর্ষ মো. ফয়সাল খান, মো. কাইউম হোসেন, লোক প্রশাসন ২য় বর্ষ মো. আবু সালেহ। উল্লেখ্য ১৩ দফা দাবিতে ৫জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের কক্ষে হামলা ও ভাংচুর চালায়। এসময় সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ ৪ কর্মচারীকে আহত করেছিল। এঘটনায় ৬ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারি স্টেট অফিসার সাইদুজ্জামান চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।

(বিএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)