চুয়াডাঙ্গা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির ৩৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, নজরুল স্মৃতি সংসদ, নজরুল স্মৃতি পাঠাগার, নজরুল সংগীত পরিষদ, অগ্নিবীনা ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে বুুধবার বেলা আড়াইটায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কবির মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল।

প্রসঙ্গত, ১৯২৬ ও ১৯২৭ সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম কোলকাতার আমহার্ষ্ট স্ট্রিট থেকে সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন এবং টানা দু মাস অবস্থান করেন। সে সময় ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন চলছিলো। কবি নজরুলের শ্রমিক-প্রজা-কৃষক পার্টির নেতাদের উৎসাহ দিতেই পার্টির পক্ষে কবি সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন।

(জেএ/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)