বরিশাল প্রতিনিধি : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।  বাছাই শেষে বুধবার বিকেলে রির্টানিং অফিসার আব্দুল কাদের চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জনের নাম ঘোষণা করেন।

রিটানিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র বৈধ হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আওয়ামীলীগ সমর্থিত কৃষকলীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, ২০ দলীয় জোট সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবু, বিএনপির বিদ্রোহী গোলাম ওয়াহিদ হারুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেজর (অবঃ) নাসির। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম ভুলু, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আঃ জব্বার কানন, ২০ দলীয় জোট সমর্থিত উপজেলা জামায়াতের আমীর সাইফুর রহমান।

আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত রওমান বিনতে শফিকুল ইসলাম রুমন, বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলালীগের আহ্বায়ক আফরোজা কবীর শিউলি, বিএনপি সমর্থিত মুনমুন আক্তার রবি, বিএনপির বিদ্রোহী পৌর মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন এবং আলেয়া বেগম।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(বিএস/এটিঅার/আগস্ট ২৭, ২০১৪)