মাগুরা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ৫ জানুয়ারীর মধ্যে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে । সে নির্বাচনে জনগণের ভোটে জিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিসহ ২০ দলীয় জোট সরকার গঠন করবে। 

তিনি আরো বলেন, এ সরকার বাহাত্তর থেকে পচাত্তরের মতই সংবাদপত্রের স্বাধীনতা হরন করতে চায়। এজন্য তারা তথ্য অধিকার আইন করতে এত আগ্রহ দেখাচ্ছে। সন্ত্রাস নৈরাজ্য করে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণের প্রবল আন্দোলনের সামনে সরকার পালাবার পথ খুজে পাবে না।
তিনি আজ মাগুরা শহরের একটি কমিউনিটি সেন্টারে ২০ দলীয় ঐক্যজোট আয়োজিত কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আজ দুপুর একটায় অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নিতাই রায় চৌধুরী, এলডিপির ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ,ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক মওলানা মারুফ হোসাইন, লেবার পার্টির জেলা সাধারণ সম্পাাদক মাহবুব হাসান লিটনসহ অন্যরা। সভায় ২০ দলীয় জোটভূক্ত বিভিন্ন দলের ২শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

(ডিএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)