স্টাফ রিপোর্টার : শ্রম ও বিনিয়োগবান্ধব ইপিজেডে শ্রমিকদের কর্মক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

রবিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেপজা কমপ্লেক্সে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে আটটি ইপিজেডে এই হেল্পলাইন সেবা উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২১)