নিউজ ডেস্ক : বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের উদ্যোগে বুধবার আলোচনা সভা  ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

কাজী আজিমউদ্দিন কলেজ গভর্নিং বডির সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আয়েশউদ্দিন, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিজউদ্দিন রফিজ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুমায়ূন কবীর ভুঞা ও অধ্যাপক কবিতা পারভীন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী আজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মারিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হোসেন ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।

(নিউজ ডেস্ক/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)