মাগুরা প্রতিনিধি : ড্রেনের অভাবে মাগুরা শহরের আদর্শ ডিগ্রী কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩ মাস ধরে স্থায়ী জলাবদ্ধতা তৈরী হয়েছে। এর ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্কুল গ্রাউন্ডে পানি জমে থাকায় ছাত্ররা এসেম্বিø করতে পারছে না। এছাড়া দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরী হওয়ায় মশার উপদ্রবে পাশাপাশি অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে ক্লাস করা কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের দাবীতে আজ বুধবার দুপুরে মানববন্ধন ও র‌্যালী করেছে ওই প্রতিষ্ঠান দুটির ছাত্রছাত্রীরা।

দুপুরে প্রতিষ্ঠানদুটির ছাত্রছাত্রীরা প্রথমে ৩ মাস ধরে স্থায়ী জলাবদ্ধতায় ভুক্তভোগী আদর্শ ডিগ্রী কলেজের মাঠে পানির মধ্যেই মানববন্ধন করে। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক রাইসুল ইসলাম মিজান, যুগ্ম আহবায়ক সাজ্জাদুল কবীর দিপু, ছাত্রনেতা মকিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, মোঃ মিলন, জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে ছাত্রছাত্রীরা র‌্যালী বের করে। পরে তারা পুনরায় পৌরসভা চত্বরে মানববন্ধন করে পৌর মেয়রের কাছে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ড্রেন তৈরীর দাবী জানান। এ সময় পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর দ্রুত ড্রেন তৈরির আশ্বাস দেন।

(ডিএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)