সঞ্জীব কুমার, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা সরকারের ১৮ দফা বাস্তবয়নের লক্ষে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  কাপাসিয়া বাজার সহ বিভিন্ন এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জন কে তিন হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইসমত আরা।

এ সময় মাস্কবিহীন মানুষের সচেতন এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন যাত্রীবাহী বাস, অটোরিকশায় যাত্রীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন বাজারে পণ্যের তালিকা প্রদর্শনেও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হচ্ছে। প্রাথমিকভাবে সচেতনতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে তারপরও যারা নিয়ম মানছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছেবলে আদালত জানান।

(এসকেডি/এসপি/মার্চ ৩০, ২০২১)