চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা অনুষদের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে ২৮ আগস্ট পর্যন্ত কলা অনুষদের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্য সব অনুষদের পরীক্ষা যথারীতি চলবে।

এদিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনার ৭২ ঘণ্টা পরও সোহরাওয়ার্দী হল খোলার কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ২৪ আগস্ট ছাত্রলীগ-শিবির গোলাগুলি এবং মঙ্গলবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনার পর থেকে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। আর এ কারণে অনেকেই হল ছেড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ক্যাম্পাসে শোডাউন করেছে ছাত্রলীগের কয়েকটি গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শাটলট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌলা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোহরাওয়ার্দী হল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট ছাত্রলীগ-শিবির গোলাগুলির ঘটনায় সোহরাওয়ার্দী হল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)