আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পুরুষ ক্রিকেট টুর্ণামেন্ট।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান প্রমুখ।

শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধণ করেন।

টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেট খেলায় দেশের আটটি বিভাগকে চার জোনে ভাগ করা হয়েছে। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টুর্ণামেন্ট চলবে। উদ্বোধনী খেলায় বরিশাল বনাম খুলনা একাদশ অংশগ্রহণ করে।

(টিবি/এসপি/এপ্রিল ০১, ২০২১)