শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে ডাকাতির সময় দেশি অস্ত্র সহ একজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে  পুলিশ। 

গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম মনিরুল ইসলাম (২১)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ার ধর্মপুর গ্রামের আমাল শেখের ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় রাস্তার মুরগির ফারামের পাশে উঁচু ব্রীজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, বোয়ালদাড় রাস্তার উঁচু ব্রীজের নিকট গাছ কেটে দেশি অস্ত্র দিয়ে একদল ডাকাত সদস্য ডাকাতি করছিল। পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা কেড়ে নেওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে,ডাকাত সদস্য মনিরুল ইসলামকে পুলিশ আটক করে।

এসময় সেখান থেকে ডাকাত সদস্যের দেশি অস্ত্র, দুইটি হাসুয়া, একটি গাছ কাটা করাত কল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ডাকাত সদস্য মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ০১, ২০২১)