আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : মাওবাদী গেরিলাদের অতর্কিত হামলায় পুলিশের অন্তত ২০ জন সদস্য মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলার তংপালা এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই হামলা চালিয়েছে মাওবাদী গেরিলারা।

হামলাকারীদের গুলিতে পুলিশের অন্তত আরো ২৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার সময় মাওবাদী গেরিলাদের কোনো সদস্য হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা জেলায় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ) ও রাজ্য পুলিশের একটি ট্রাক বহরে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ দেব গৌতম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য, মাওবাদী গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছত্তিশগড় রাজ্য। মাওবাদীদের দাবি দরিদ্রদের অধিকার আদায়ে সংগ্রাম করছে তারা।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৪)