রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে রোববার বিকেলে একটি চোরাই মাইক্রোবাস উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এসময় শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই মামুন অর রশীদ জানান, গত ১৬ মার্চ শামীম নাম পরবর্তন করে মোতালেব ছদ্মনামে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে মাইক্রোবাসের মালিক আমিনুল ইসলামের কাছ থেকে মায়ের ক্যান্সার হয়েছে বলে ভাড়া করে। মাইক্রোবাসটি উড়াকান্দা গ্রামে নিয়ে এলে শামীমসহ কয়েক যুবক মাইক্রোবাসের চালককে মারধর করে মাইক্রোটি রেখে তাড়িয়ে দেয়। ঘটনার পরদিন ১৭ মার্চ মাইক্রোবাসের মালিক আমিনুল রাজবাড়ী সদর থানায় মামলা করেন। তিনি আরও জানান, মাইক্রোবাসটি চুরির পর রং মুছে এ্যাম্বুলেন্স লিখে চালাচ্ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। আর শামীমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে চালান করা হয়েছে।
(এসএসসি/এএস/এপ্রিল ২১, ২০১৪)