নাটোর প্রতিনিধি : যে বেকারির টিফিন (কেক) খেয়ে বুধবার নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, সে টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেনু বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীলগালা করার পাশাপাশি টিফিন সরবরাহকারী বেনু বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এছাড়া কেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহখালী পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এছাড়া এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি।

নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আতিয়ার রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে আরো রয়েছেন সিভিল সার্জন নীলুফার ফেরদৌস ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক।

এ কমিটি তদন্ত করে তিনদিনের মধ্যে জেলা প্রশাসক মশিউর রহমানের কাছে প্রতিবেদন দাখিল করবে।

অন্যদিকে, বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার বিদ্যালয় খোলা থাকলেও ছাত্রীদের উপস্থিতির হার খুবই কম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয় খোলা রয়েছে। শিক্ষকরা এসেছেন। তবে ছাত্রীদের উপস্থিতি কম।

বুধবার টিফিন খেয়ে একে একে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাদের চিকিৎসার ব্যবস্থা না করে প্রশাসনিক ভবনে তালা দিয়ে পালিয়ে যান।

(ওএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)