ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বিপিএম করোনা ভাইরাস প্রতিরোধে ঈশ্বরদী শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা, মাস্ক, স্টিকার ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (৩ এপ্রিল) সকালে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় জনসচেতনামুলক প্রচারণা চালানোর সময় তিনি নিজ হাতে পথচারীদের মাস্ক পরিয়ে দেন। তিনি ব্যবসায়ী ও পথচারীদের করোনা প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দেন।

এসময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ইন্সপেক্টর মোবারক হোসেন পারভেজ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, পাকশী ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামসহ পাবনা জেলা ও ঈশ্বরদী থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৩, ২০২১)