সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি আবারও গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদ সিমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘন্টায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবিনতি হয়েছে। পানি বৃদ্ধিও সাথে সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বন্যা কবলিত ও পানি বন্দি হয়ে পড়ছে হাজার হাজার মানুষ।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে আগামী আরও দুদিন পানি বৃদ্ধি অব্যহত থাকবে। এদিকে বৃহস্পতিবার ভোর থেকে জেলা জুড়ে বৃষ্টি হতে থাকায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

গত ১৫ দিন হলো শুরু হওয়া বন্যায় কোথাও কোথাও পানি বাহিত রোগ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে পানি বাহিত রোগের ঔষধ ও পানি বিশুদ্ধ করণ বড়ি বিতরণ করছেন।

(এসএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)