স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ৩০ আগস্ট বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে পরিণতি হবে ভয়াবহ।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, বিএনপি ঐ দিন ঝগড়া করার জন্য মানববন্ধনের আহ্বান করছে অথচ আমরা দেড় মাস আগ থেকে ৩০ আগস্ট ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্দ্যোগে সোহরাওয়ার্দি উদ্দানে জাতীয় শোক দিবসের আলোচনা আহ্বান করেছিলাম। কিন্তু বিএনপি ঐ দিনই তাদের মানববন্ধনের আহ্বান করছে।

মায়া হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, বিএনপি নেতা কর্মীরা মানববন্ধনে যে পা দিয়ে হেটে আসবেন সে পায়ে এমনভাবে মলম লাগিয়ে দেব যাতে করে আর কখনো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার দুঃসাহস না হয়।

তিনি আরো বলেন, ধৈয্যের বাধ ভেঙ্গে গেলে আর রক্ষা পাবেন না। বহু ছাড় দেয়া হয়েছে আপনাদের আর ছাড় দেয়া হবে না। সাবধান হয়ে যান।


(ওএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)