স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হয় কিনা, এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় এ আশঙ্কার কথা ব্যক্ত করেন তিনি।

বেসরকারি টেলিভিশন দিগন্ত টিভির ষষ্ঠ বর্ষপূর্তিতে ‘সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে’ এই আলোচনা সভার আয়োজন করে প্রতিবাদী সংহতি সম্মিলন নামের একটি সংগঠন।

কাদের সিদ্দিকী বলেছেন, ‘যারা আমার রাজনৈতিক পিতাকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) হত্যা করেছে, আজকে সহযোগিতার নাম করে তারাই আমার ভগ্নির (শেখ হাসিনা) চারপাশে অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘ভয় হয়, আমার ভগ্নির পরিণতিও পিতার মতো হয় কিনা।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী বলেন, এই ব্যক্তিই এখন তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, দিগন্ত টেলিভিশন আইনের কাছে না গিয়ে এই লোকটির দালালি ও চামচামি করেছে। এই জন্যই দিগন্ত টেলিভিশন ১৫ মাসেও মুখ খুলতে পারেনি। বোবা হয়ে রয়েছে।

(ওএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)