জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : গতকাল দুপুরে টঙ্গীর ষ্টেশন রোডে ইউনিক ফার্মেসীসহ ৬টি ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল সেভলন, যৌন উত্তেজক বিভিন্ন ঔষধসহ সরকার নিষিদ্ধ বিদেশী ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। 

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে এসময় স্থানীয় ৬টি দোকানকে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা এবং মাস্ক না থাকায় এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার ঔষধ, নকল সেভলন, যৌন উত্তেজক ও সরকার নিষিদ্ধ বিদেশী ঔষধ রাখার দায়ে ইউনিক ফার্মেসীকে এক লক্ষ টাকা, মমিন ফার্মেসীকে ৫০ হাজার টাকা ও নূর ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ অন্যান্য আরো ৩ টিফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মরুময় সরকার।

(জে/এসপি/এপ্রিল ০৫, ২০২১)