স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের বাসন থানার যোগীতলা এলাকা হতে ৪৪০ বোতল বিদেশী ফেন্সিডিল ও একটি পিকআপসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা বগুড়া জেলার জয়পুরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আব্দুল মতিন (৪০) ও জয়পুরহাটের জামালগঞ্জ পুরাতন বাজার এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মোঃ আলম হোসেন(৩৫)।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১ লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানায়, গাজীপুরে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি গাজীপুর বাসন থানাধীন যোগীতলা এলাকার ছোবাহান মেমোরিয়াল হাসপাতালের গেটের সামনে অভিযান চালিয়ে ৪৪০ বোতল বিদেশী ফেন্সিডিল ও একটি পিকআপসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্ন্সিডিল তাদের হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২১)