রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক মধ্য বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। এনিয়ে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ১৬০ জন।
মৃত ওই ব্যক্তির নাম আব্দুল মজিদ (৫৭)। তিনি যশোর জেলার ঝিকরগাছা থানার মীর্জাপুর দোস্তপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ আব্দুল মজিদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ০৬, ২০২১)