ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়ে ৩টি পরিবারেরর মানবেতর জীবনযাপন করছে। গত ৪ এপ্রিল বিকেলে ঈশ্বরদীর উপর দিয়ে এই কালবৈশাখি ঝড় প্রবাহিত হয়।

ঝড়ে ঈশ্বরদী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিলপাড়া এলাকায় নিম্নআয়ের ৩টি পরিবারের কাঁচা বাড়িঘরের টিন উড়ে যায়। এই পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে দিনযাপন করছেন। ভূমিহীন এই পরিবারগুলো রেলের জমিতে ঘর তুলে বসবাস করছিল। ঝড়ে এদের মাথা গোঁজার ঠাঁইটুক নিশ্চি‎হ্ণ হয়েছে।

বুধবার সরেজমিনে গিয়ে এই পরিবারগুলোর সীমাহীন দূর্ভোগের চিত্র চোখে পড়ে। পরিবারগুলোর মধ্যে রয়েছে বিধবা নারী সীমা খাতুন, দিনমজুর উজ্জ্বল এবং স্বামী পরিত্যক্তা মিনা বেগম। এই পরিবারগুলো তাদের সন্তান-সন্ততি নিয়ে অসহায় হয়ে পড়েছে।

মিনা জানান, ঝড়ে বিদ্ধস্থ হওয়ার পর কেউ কোন খোঁজখবর করেনি এবং এখন পর্যন্ত কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সরকারিভাবে সাহায্যের জন্য এই পরিবারগুলো সংশ্লিষ্ঠদের নিকট আবেদন জানিযেছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৭, ২০২১)