লক্ষ্মীপুর প্রতিনিধি : চলমান করোনা সংক্রমণ রোধে দেশ ব্যাপি জারিকৃত লকডাউন অমান্য করে দোকান পাঠ খুলে ব্যবসা করায় বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাটে ৩ টি মামলায় ৮০০০ টাকা ও দত্তপাড়া বাজার এলাকায় ৫টি মামলায় ৮৫০০ টাকা জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অভিযানে নেতৃত্ব দেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, চলমান দেশ ব্যাপি লকডাউন আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উত্তর জয়পুর ও দত্তপাড়া বাজারে ৮ টি মামলায় মোট ১৬৫০০ টাকা জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন জেলা প্রশাসক মহোদয় কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। নিজে সতর্ক থাকুন, করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকুন সবাই।

(এস/এসপি/এপ্রিল ০৭, ২০২১)