উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর জেলায় গত মঙ্গলবার এবং গতকাল বুধবার ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মঙ্গলবার ২ জন এবং গতকাল বুধবার ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরা হচ্ছেন আব্দুর রব পাটওয়ারী (৬৫), সাং : নাওড়া, শাহরাস্তি এবং কইতুরেন্নেছা (৬৫), সাং : উয়ারুক, শাহরাস্তি। 

এছাড়া কচুয়ার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আবুদল মতিন (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মারা গেছেন। এদের মধ্যে আব্দুর রব পাটওয়ারী মারা গেছেন মঙ্গলবার রাত সাড়ে ১০টায়। আর কইতুরেন্নেছা মারা গেছেন গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায়। এরা নিজ নিজ বাড়িতেই মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৯৬ জন।

চাঁদপুর জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইসা রুহুল্লাহ থেকে জানা যায়, মঙ্গলবার চাঁদপুর জেলা থেকে ১৭১ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। এতে ৪৮ জনের করোনা শনাক্ত হয়। আর গতকাল বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এদিনও ৪৮ জনের করোনা শনাক্ত হয়। দুদিনের ৯৬ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৪৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৯৫ জন, আর সুস্থ হয়েছেন ২৮৯১ জন। বাদবাকিরা চিকিৎসাধীন আছেন। এরা হাসপাতালে এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার যে ৪৮ জন আক্রান্ত হয়েছেন উপজেলাভিত্তিক তাদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ২৭, হাইমচর ২, কচুয়া ১, ফরিদগঞ্জ ৩, শাহরাস্তি ১, হাজীগঞ্জ ৪, মতলব উত্তর ৭ ও মতলব দক্ষিণে ৩ জন। আর গতকাল বুধবার যে ৪৮ জন আক্রান্ত হয়েছেন উপজেলাভিত্তিক এ সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ২৪, হাইমচর ১, কচুয়া ১, ফরিদগঞ্জ ৫, শাহরাস্তি ৩, হাজীগঞ্জ ১২ ও মতলব দক্ষিণে ২ জন।

(ইউ/এসপি/এপ্রিল ০৮, ২০২১)