চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ৩ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম ও যুবলীগ নেতা সাগরকে বুধবার জামিনে মুক্তি দিয়েছে জেলা দায়রা জজ আদালত-১।

২০১২ সালের ২৮ মার্চ পুকুর নিলামকে কেন্দ্র করে ইউএনও অফিসে ইট পাটকেল নিক্ষেপ-ভাংচুর এবং পরবর্তীতে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়।

জানা গেছে, চলতি ১৪ মে পাবনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহ্উদ্দিন খাঁ মামলার ৩ জন আসামীকে ২০১২ সালে জিআর ১০/১২ (চাট) মামলায় দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় ৩ বছর করে কারাদন্ডাদেশ দেন। এসময় আসামী সুজন কাঠগড়ার হাজির ছিলেন।

রায় ঘোষনার প্রায় ২৫ দিন পলাতক থাকার পর গত ৮ জুন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম ও যুবলীগ নেতা সাগর আদালতে আত্মসর্মপন করলে আদালত তাদের দু’জনকেই কারাগারে প্রেরণ করেন।

এদিকে, ছাত্রলীগ নেতার জামিন লাভের পর বুধবার রাতে চাটমোহর পৌর এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে থানা মোড়ের আমতলায় ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সম্পাক সাইদুল ইসলাম, ফরিদপুরের আ’লীগের সম্পাদক আলী আশরাফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম পলাশ, বকুল, গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, সম্পাদক তারেক, ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুরাদ সম্পাদক রুমন প্রমূখ।

উল্লেখ্য, ২০১২ সালে ২৮ মার্চ চাটমোহর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারী ভিপি সম্পত্তির ১১টি পুকুর নিলামকে কেন্দ্র ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের দ্বারা ইউএনও অফিসে ইট পাটকেল নিক্ষেপ-ভাংচুর এবং পরবর্তীতে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৪ পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় পুলিশ সুজনকে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেদিন ওই ভিপি সম্পত্তির পুকুর নিলাম কার্যক্রম অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিতের নোটিশ দেন।

(এসএইচএম/এএস/আগস্ট ২৮, ২০১৪)