ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রধান শিক্ষা আব্দুল আলিম প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, আমরা বর্তমানে অতি মহামারিতে রয়েছি। এই মহামারি থেকে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষকসহ যে যে অবস্থানে রয়েছি সেখান থেকেই আমাদেরকে নিজ নিজ পাড়া-মহল্লায় করোনার ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন সৃষ্টির মাধ্যমে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

সার্জিক্যাল নয় নিজেরাই কাপড় দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করেন। করোনা মহামারিকে মুক্তিযুদ্ধ করে করে সকলকে মাস্ক পড়তে হবে। যাতে প্রত্যেককেই নিরাপদ ও সুরক্ষায় থাকতে পারেন। সকলে এক যোগে কাজ করলে আগামী পাঁচদিনের মধ্যে ফুলবাড়ী উপজেলার প্রত্যেকটি মানুষের মুখে মাস্ক থাকবে। এটি করতে পারলে আমাদের কার্যক্রম অন্য জেলা ও উপজেলার মানুষও অনুসরণ করবে। ভয় নয়, স্বাস্থ্যবিধি মেনে করোনাকে ভয় করতে হবে।

(এসিজি/এসপি/এপ্রিল ০৮, ২০২১)