বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর কাউনিয়ায় বিসিকে একটি জুতা তৈরি কারখানায় বিদ্যুতায়িত হয়ে ৬ নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার ফরচুন সুজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কারখানা শ্রমিক তানজিলা আক্তার (১৮), ঝুমুর আক্তার (২৫), সুফিয়া আক্তার (২০), সুমি আক্তার (১৮), তানিয়া আক্তার (২০) এবং আকলিমা আক্তার (২০)।

ফরচুন সুজ কারখানার ব্যাবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান বলেন, জুতা শুকানো হিটারে কাজ করতে গিয়ে এক শ্রমিক বিদ্যুতায়িত হয়। তাকে ছাড়াতে গিয়ে একে একে আরও ৫ শ্রমিক আহত হয়। এসময় কারখানার মেইন সুইচ বন্ধ করে শ্রমিকদের উদ্ধার করা হয়। তড়িতাহতদের নিয়ে যাওয়া হয় শেবাচিম হাসপাতালে।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ জানান, আহতদের সকলকে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা পেয়ে সকলে সুস্থ হয়েছেন। আশঙ্কার কোন কারণ নেই।

(বিএস/এএস/আগস্ট ২৮, ২০১৪)