রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শহিদুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। গত ৮ এপ্রিল সমাজসেবা অধিদপ্তর প্রশাসন শাখা-১ এর ৪১.০১.০০০০.০০৮.১৯.০০৫.১২.১৮৭ নং স্মারকে প্রশাসক ও অর্থের উপ-পরিচালক নূরুল হক মিয়া স্বাক্ষরিত একপত্রে তাকে যশোরের মনিরামপুরে বদলি করা হয়েছে। একই আদেশে মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানকে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

বদলির আদেশে সঠিক কি কারণে বদলি করা হচ্ছে এমনটি উল্লেখ নেই। তবে তার বিরুদ্ধে সম্প্রতি সাতক্ষীরা সদরের চৌবাড়িয়ার মরহুম আব্দুল বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার টাকা ছাড় করাতে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। ওই এতিমখানায় কোন ছাত্রের খাওয়ার ব্যবস্থা নেই এটা জানার পরও পরিচালনা পরিষদের সভাপতি আফছার মল্লিকের সঙ্গে সমঝোতা করে গিভ এণ্ড টেক পলিসির মাধ্যমে তিন লাখ ৬০ হাজার টাকার দু’টি চেক ছাড় করানোর অভিযোগ রয়েছে।

এদিকে, সদর উপজেলা সমাজসেবা অফিসার শহিদুর রহমান দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে চাকুরি করে আসছিলেন। ইতোপূর্বে কয়েকবার তার বদলী আদেশ হলেও বিভিন্ন উর্দ্ধতন মহলকে ম্যানেজ করে থেকে যান সাতক্ষীরায়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদরের পাশপাশি শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বদলী আদেশ রদ করার জন্য তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

শুক্রবার সকালে বদলীর আদেশ এর বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং সহিদুর রহমান।

(আরকে/এসপি/এপ্রিল ০৯, ২০২১)