রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলায় একযোগে ৬৬ জন চিকিৎসক যোগ দিয়েছেন। যোগদানকৃত চিকিৎসকদের ইতিমধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রাজবাড়ী জেলায় ৭৪ জন চিকিৎসকের পদ শূন্য ছিল। নিয়োগ দেয়া হয়েছে ৬৬ জনকে। এর মধ্যে রাজবাড়ী সদরে ১৫ জন, পাংশায় ১৬ জন, বালিয়াকান্দিতে ১৩ জন, কালুখালীতে ১৩ জন ও গোয়ালন্দে ১৩ জন। তাদেরকে ইতিমধ্যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এরা সকলেই ৩৩ তম বিসিএস ক্যাডার।


রাজবাড়ী জেলা সিভিল সার্জন মাহবুবুল আলম এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়া। এ নিয়োগের মধ্যে দিয়ে সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে। নিয়োগকৃত এসব চিকিৎসকরা টিকে থাকলে অবশ্যই তাদের উদ্দেশ্য সফল হবে।


(এসএসসি/এএস/আগস্ট ২৮, ২০১৪)