সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারনে যমুনা রাক্ষুসী রুপ ধারন করেছে। পুনরায় প্লাবিত হতে শুরু করেছে নতুন নতুন এলাকা। পানি কমার কারনে যে সব এলাকা থেকে পানি নামতে শুরু করেছিলো সে এলাকা গুলো পুনরায় প্লাবিত হয়েছে। সরকারী হিসেবে এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলার ৩৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে।

একদিকে পানি বৃদ্ধি অন্য দিকে অবিরাম বর্ষনের কারনে দিশেহারা হয়ে পড়েছে বন্যাকবলিত মানুষেরা। তার সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি পানিবাহিত নানা রোগের লক্ষন। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বন্যা কবলিতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৩০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ শত ১৫ মেট্রিক টন চাল এবং নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে অধিকাংশ বন্যাকবলিত এলাকায় এখনো ত্রান না পৌছায় বানভাসিদের কষ্ট লাঘব হয়নি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি উঠায় এবং বন্যাকবলিত মানুষ এসব স্থানে আশ্রয় নেয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আশংকা করছে দীর্ঘদিন এভাবে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকলে বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ সকল ধরনের বাঁধ হুমকীর মুখে পড়বে।

(এসএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)