বিনোদন ডেস্ক : মোশাররফ করিম এবং জুঁই আমাদের নাট্যাঙ্গনের জনপ্রিয় দুই মুখ। ব্যক্তি জীবনে তারা স্বামী-স্ত্রী। সমানতালে দুজনই অভিনয় করে যাচ্ছেন। নাটকে জুটি হয়েও তারা অভিনয় করেছেন। এবার তারা একটি নাটকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার বক্স এবার বান্দরবানে’ নাটকে এ চরিত্রে দেখা যাবে তাদের।

মোশাররফ করিম বলেন, ‘অভিনয় তো অভিনয়। এখানে ব্যক্তি সম্পর্ক কোনো বিষয় না। একজন শিল্পীর কাছে সব ধরনের চরিত্রই সমান গুরুত্বের।’ সাগর জাহানের রচনা ও পরিচালনায় জনপ্রিয় এই সিরিজ নাটকে আরও অভিনয় করবেন শখ, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম প্রমুখ।
১১ সেপ্টেম্বর থেকে বান্দরবানে নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এর আগে সিকান্দার বক্স সিরিজের ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’, ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’, ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’, ‘সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকগুলো প্রচারিত হয়েছে। আসছে কোরবানি ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

(ওএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)