ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বেগম সালেহা মোশাররফ ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

তিনি ১৯৯৬ সালে ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ও ২০০৯ সালের সংরক্ষিত মহিলা আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্বামী প্রয়াত অ্যাড. মোশাররফ হোসেন ফরিদপুর-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মৃত্যুকালে বেগম সালেহা মোশাররফ তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন।

নিহতের ছেলে অ্যাড. শাহেদীদ গামাল লিপু জানান, মৃত্যুর আগ পর্যন্ত তিনি (সালেহা মোশাররফ) ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংসদের নির্বাচনী এলাকায় শুক্রবার চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুল মাঠে বেলা ১১টায়, বাদ জুম্মা সদরপুর উপজেলা স্টেডিয়ামে এবং আসর বাদ ফরিদপুর রেড ক্রিসেন্ট চত্বরে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে শহরের আলীপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

(ওএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)