আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও যেন সাধারণ মানুষের মাঝে মাস্ক পড়তে অনিহা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে আরো ৩জন আক্রান্ত হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন মঙ্গলবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৩ জন। ১৩ এপ্রিল ৩টি নমুনা পাঠানো হয়। ৩জনই করোনা পজেটিভ। পজিটিভ ৩ জন (রাজবাড়ী সদর ১ জন, গোয়ালন্দ ২ জন )।

জেলায় মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৮০১ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২০৭৫ জন, পাংশা উপজেলা ৮৪২ জন, কালুখালী উপজেলা ২৪৪ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩২ জন, গোয়ালন্দ উপজেলা ৩০৮ জন )। মোট সুস্থ হয়েছেন ৩৫৩২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯১৮ জন, পাংশা উপজেলা ৭৭০ জন, কালুখালী উপজেলা ২৩৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন )।

মৃত্যু ৩৪জন (রাজবাড়ী সদর উপজেলা ১৮ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ২২৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৩২ জন, পাংশা উপজেলা ৬১ জন, কালুখালী উপজেলা ৪ জন, বালিয়াকান্দি উপজেলা ৩ জন, গোয়ালন্দ উপজেলা ২৬ জন)। হাসপাতালে ভর্তি আছেন ৯ জন( সদর ৭ জন,পাংশা ২ জন)।

(একে/এসপি/এপ্রিল ১৩, ২০২১)